অনান্য

সামিয়াকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান 

চার মাস বয়সী শিশু অসহায় পিতার! 

 

ভালুকা( ময়মনসিংহ)চাষা জহির: ময়মনসিংহের ভালুকা উপজেলার ধলিয়া গ্রামের মোঃ হৃদয়ের চার মাস বয়সী শিশুকণ্যা সামিয়া দুরারোগ্য সাস্থ্য সমস্যায় আক্রান্ত।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ফুটফুটে এ শিশুটির পায়ুপথ (পায়খানার রাস্তা) নেই।যার দরুণ,শিশুটি প্রস্রাবদ্বার দিয়ে  মলত্যাগ করছে।বিরল এ রোগটির চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল,দূরুহ ও কষ্টসাধ্য।এই ব্যয়ভার সামিয়ার হতদরিদ্র পিতা হৃদয়ের পক্ষে বহণ করা সম্ভবপর নয়।জন্মের আধাঘন্টা পর থেকেই শিশুটিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছিলো,কর্তব্যরত চিকিৎসক বেশ কিছুদিন চিকিৎসার পর রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন।চিকিৎসকের ভাষ্যমতে,সামিয়ার বয়স ছয় মাস বয়স হলে বিশেষ জটিল অপারেশনের মাধ্যমে তার এই রোগ সমাধান করা যেতে পারে।এতে ২/৩ লক্ষ টাকা খরচ হতে পারে বলে চিকিৎসক জানান।
সামিয়ার পিতা হৃদয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শিশুকণ্যার চিকিৎসায় এগিয়ে আসার জন্য সমাজ ও দেশের দ্বায়িত্বশীল বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে কান্নাজড়িত কন্ঠে হদয় জানায়,”আমার শিশুকণ্যাও অন্যান্য শিশুদের ন্যায় স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ধারণ করলেও আমার হতদরিদ্র অবস্থার জন্য অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া কিছু করার নেই।সবার দোয়া ও সহযোগিতা পেলে আমার সামিয়া সুস্থ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করছি।”
উল্লেখ্য যে,অসুস্থ সামিয়ার পিতা মোঃ হৃদয় ধলিয়া বেপারীপাড়ার অটোরিকশাচালক খায়রুলের পুত্র। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন সরেজমিনে খোঁজ নেওয়া স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সামিয়ার পিতা হৃদয়ের যোগাযোগ নম্বরঃ ০১৭৫৯৮৫৭৬১৪ (বিকাশ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button