ভালুকায় পথচারী ও রোজাদারদের মাঝে এডভোকেট আনোয়ার আজিজ টুটুল’র ইফতার বিতরণ


ভালুকা প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছেন ময়মনসিংহ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট আনোয়ার আজিজ টুটুল।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে ভালুকা উপজেলা ধীতপুর, টুংড়াপাড়া, রাজশাহীপাড়া ও ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এত হাজার মানুষক ও রোজাদারের হাতে ইফতার তুলে দেন তিনি। এসময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এডভোকেট আনোয়ার আজিজ টুটুল বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনার বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য এই উদ্যোগ।
তাছাড়া রমজান হলো ত্যাগ ও সহমর্মিতার মাস। মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ইফতার বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া স্থানীয়রা জানান, প্রতিদিন কাজ শেষে বাড়ি ফেরার পথে অনেকেই ইফতার নিয়ে দুশ্চিন্তায় থাকেন।এমন সময়ে এই উদ্যোগ তাদের জন্য স্বস্তির ছিল।