ভালুকার মাস্টারবাড়িতে টপস কালেকশন এর শো-রুম উদ্বোধন
ভালুকার মাস্টারবাড়িতে টপস কালেকশন এর শো-রুম উদ্বোধন


-
বিশেষ প্রতিবেদক: ভালুকার স্কয়ার মাস্টারবাড়িতে টপস কালেকশন এর শো-রুম উদ্বোধন করা হয়েছে।
সোমবার রাতে জনপ্রিয় টপস কালেকশন এর শো-রুম উদ্বোধন এর শো-রুম উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও খাদিজা প্যালেস এর স্বত্বাধিকারী হাজী মোঃ ইব্রাহিম।
উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি খাদিজা প্যালেস এর প্রথম তলায় আধুনিক সকল সুযোগ-সুবিধা সম্পন্ন এ শো-রুম উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ মাহফিল, ফুল দিয়ে অতিথি বরন ও কেক কাটার আয়োজন করা হয়।শো-রুমের স্বত্বাধিকারী রাজু চৌধুরীর তত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন হাজী মোঃ ইব্রাহিম, সাংবাদিক সফিউল্লাহ আনসারী, কাচ্চি ডাইন এর মালিক মোঃ শিপন, স্হানীয় মাদরাসার শিক্ষক – শিক্ষার্থী, মার্কেটের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শো-রুমের উদ্বোধন প্রসঙ্গে কর্তৃপক্ষ বলেন,“ আমরা মাস্টারবাড়িতে টপস গ্যালারীর ১০ম ব্রাঞ্চ এর উদ্বোধন করেছি। যে কোন সাইজের, নান্দনিক এবং কাস্টমাইজড ডিজাইনের পোষাক এখানে সুলভ মূল্যে পাওয়া যাবে”।
ঈদ সামনে রেখে এই শো-রুমে ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে।