শিল্প-সাহিত্য-সংস্কৃতি

মৈমনসিংহে শিশুসাহিত্যের চর্চা

আবু সাঈদ কামাল

মৈমনসিংহে শিশুসাহিত্যের চর্চা
পর্ব-৪

আতাউল করিম: ছড়াকার আতাউল করিম-এর প্রকৃত বাড়ি কিশোরগঞ্জ জেলাধীন হোসেনপুর উপজেলার পানান গ্রামে। তার জন্ম ২৬ আগস্ট ১৯৬০ খ্রি.। পিতার চাকরি ও আইন পেশার কারণে ময়মনসিংহ শহরেই তিনি বেড়ে ওঠেন। আতাউল করিম একজন প্রতিষ্ঠিত ছড়াকার হিসেবে নিজের অবস্থানকে সংহত করেছেন। ছড়া ও শিশুসাহিত্য বিষয়ক বেশকিছু বইও প্রকাশ পেয়েছে; তন্মধ্যে উল্লেখযোগ্য ছড়ার বই: ‘আমেরিকায় হিংটিংছট’ ‘নুন আনতে পান্তা ফুরোয়’ ‘হবু রাজার রাজ্যটাতে’ এবং ‘দু’হাত ভরে সোনার আলোয়’ ইত্যাদি।
রফিক সিদ্দিকী: জন্ম ২৮ ফেব্রæয়ারি, ১৯৬১ ময়মনসিংহের গফরগাঁওয়ে। ছড়াকার ও কথাশিল্পী। লেখেন কবিতাও। ছড়াসাহিত্যে রফিক সিদ্দিকী একটি পরিচিত নাম। তাঁর প্রকাশিত ছড়াগ্রন্থ ‘টুনি ও চড়–ই পাখি’, পরীর মেয়ে’,। শিশুতোষ গল্পগ্রন্থ: কুনো বৌ। প্রকৃতি, লেকজ ঐতিহ্য, মৃত্তিকা সংলগ্ন মানুষ, অতীত ঐতিহ্য আর শৈশব স্মৃতির নির্মেদ উপস্থাপনায় নির্মিত হয়েছে রফিক সিদ্দিকীর ছড়ার ভিত্তিভূমি। প্রকাশিত কাব্যগ্রন্থ:তের কবির পংক্তিমালা।
সরকার জসীম: জন্ম: ১২ জানুয়ারি, ১৯৬২, বাউন্ডারি রোড, ময়মনসিংহ। মূলত ছড়াকার হলেও সত্তর দশক থেকে কবিতাও লেখেন। জাতীয় পত্রিকায় আত্মপ্রকাশ সত্তর দশকে। তাঁর ছড়াগ্রন্থসমূহ: ‘হুল্লোড়’ ও ‘ছড়ায় ছড়ায় শেখ মুজিব’, আহারে বাহারে’ ইত্যাদি।
তাছাদ্দুক হোসেন: জন্ম ১৪ ফেব্রæয়ারি, ১৯৬২, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। কবি, ছড়াকার ও গীতিকার। লেখেন গল্পও। তবে ছড়া ও গান রচনায় স্বচ্ছন্দবোধ করেন। লিখছেন স্কুলজীবন থেকেই। ‘লবডঙ্কা’ নামে তার একটিই প্রকাশিত ছড়া গ্রন্থ। কাব্যগ্রন্থ: প্রায়ান্ধ পৃথিবী।
মোজাম্মেল হক নিয়োগী: জন্ম ১৯৬২ সালের ২৭ অক্টোবর। কবি, শিশুসাহিত্যিক, প্রাবন্ধিক, ছড়াকার ও কথাসাহিত্যিক। প্রকাশিত গ্রন্থ: কিশোর-কিশোরী উপন্যাস: তিন্নির পথ খোঁজা, আগুনঝরা দিন, স্কুলের সেইসব দিন, সুপর্ণার গোয়েন্দাগিরি, ওরা কিশোর মুক্তিযোদ্ধা, রাজুদের বাড়ি আসার পর, ছোট মামা, একাত্তরের কিশোর যোদ্ধারা, বত্রিশের সবুজ পাতা, শরণার্থী শিবির থেকে, রহস্যময় কাঞ্চনবন, জগোবিজ্ঞানীর পাঠশালা, নিশাত, শিশু-কিশোর সমগ্র, গুপ্তধনের রহস্য।
শিশুতোষ গল্পগ্রন্থ: কাকের ছানার রং বদল, কুকুরের শহর দেখা, লুটু ও পুটু, জট খুলে শব্দ শিখি (১-৫ সিরিজ), পাখিদের ঝগড়া, আয়না ভূত, কেনু দাদার পালা ভূত, বানর কুকুর ও শিয়াল, বানরের যুদ্ধ, বানরের কাঁঠাল, খাওয়া, বানরের ছবি তোলা, বানর গেল ডাক্তার আনতে, টিয়ের বিয়ে, বল ও ব্যাট, কাঠবিড়ালির মজা, লাল পুতুল, রং পেন্সিল, এক শিয়ালের কাÐ, শিয়ালের চালাকি, কচ্ছপ ও খরগোশের কাহিনি, সাগর পাড়ের রিমন, বুলির একদিন, মেঘবেলুন, আসমা ও একটি পরি, মনার রঙিন ঘুড়ি, অনুর বাড়ি ফেরা, ময়না কথা কয় না, মুক্তিযোদ্ধার ছেলে, রাজার সাথে বাজি, পাখিঘুড়ি পাতাঘুড়ি, হাঁসের ছানা, সোনালি জরির জামা, কাকতাড়–য়া পাখতাড়–য়া, ঝড় ঝড় আম পড়, আম জাম আতা, ইনটি বিনটি পিনটি, নীল পুতুল লাল পুতুল, বোকা পরি ও তিতলি, টোনাটুনি ও পাতার নৌকা, মিনি ও হাঁসের ছানা, পরির বল খেলা, ছবি ও প্রজাপতি, মজার বল, কলাচাষি শিয়াল, ভাষা ও মুক্তিযুদ্ধের গল্প, এক সকালে টম, নিতুন ও চড়–ই, রোবটম, মোবাইল দৈত্য, গল্পগুলো ভূতের, এলিয়েন ও ভূত, বোকা বানরের গল্প, টুনির গল্প, রিমির লাল বই, গোলাপের অহঙ্কার, ব্যাঙ মামার বিশ^ ভ্রমণ, বুদ্ধিমতী রাজকুমারী, রাজার ফুটবল খেলা, রাজুর বন্ধু, নিপার আঁকিবুঁকি, সবুজ হাতি, কাঠবিড়ালির চালাকি, আমার পুতুল, নাজমার হিমালয় বিজয়, নীল বানর ও সবুজ হাতি, ঞযব ওহঃবষষরমবহঃ চৎরহপবংং, ঞযব ইরৎফ-করঃব ধহফ ঞযব খবধভ-করঃব, ঞযব উঁপশষরহম, ঘরঃঁহ ধহফ ঃযব ঝঢ়ধৎৎড়,ি অহ অসধুরহম ইধষষ।

শফিক ইমতিয়াজ: জন্ম. ১৯৬২, টাঙ্গাইল। কবি ছড়াকার, গল্পকার, নাট্যকার, গীতিকার ও প্রাবন্ধিক গবেষক। বাংলা ছড়ার বৈচিত্র সৃষ্টি ও আধুনিক অবয়ব গঠনে নিরীক্ষা তাঁর ছড়ায় বিদ্যমান। তাঁর প্রকাশিত ছড়াগ্রন্থ: ১. উল্টা বলে পাল্টাকে, ২. বুনোষাঁড়, ৩. ঘুমপুটুস. ৪. ঘাসে ঘাসে উদ্বিগ্ন শিশির ৫. তুরিন্তিলা তুরিন্তলা ইথ্যাদি।
স্বপন ধর: জন্ম: ১১ মার্চ, ১৯৬৩, মুক্তগাছা, ময়মনসিংহ। কবি, ছড়াকার, প্রাবন্ধিক, নাট্যকার ও গল্পকার। সবকিছু উপচে ছড়াকার হিসাবেই তার পরিচিতি বেশি। প্রকাশিত গ্রন্থ: কলশ^রা মহাকাল‘ (কাব্যগ্রন্থ)। সম্পাদনা করেছেন, জলধ, পত্রপুট, ব্রহ্মবার্তা। এখনও কোনো ছড়াগ্রন্থ প্রকাশিত হয়নি।
পারভীন সুলতানা: ১৯৬৩ সালের ১৮ অক্টোবর তাড়াইল, কিশোরগঞ্জে পারভীন সুলতানার জন্ম। ছড়াকার ও কথাসাহিত্যিক। আশির দশকে ময়মনসিংস্থ আনন্দমহন কলেজে অধ্যয়নকালে নাসরিন জাহানের সাথে তিনি যৌথ সম্পাদনায় প্রকাশ করেন ছড়া সংকলন ‘হাওয়াই মিঠাই’। এছাড়াও তার একক ছড়ার বই: ‘নানা রঙের ছড়া’ এবং ‘আছে ছড়া মিঠেকড়া’
সরকার হুমায়ুন: জন্ম- ০১ফেব্রæয়ারি ১৯৬৫। নান্দাইল, ময়মনসিংহ। কল্পবিজ্ঞান লেখক হিসেবে পরিচিত। তিনি সায়েন্স ফিকশন ,বিজ্ঞানছড়া,অনুবাদ, শিশুতোষ গল্প ইত্যাদি বিষয়ে লেখালেখি করেন। তার প্রকাশিত সায়েন্স ফিকশন গ্রন্হসমূহের মধ্যে এলিয়েন ও এলিনা(কালান্তর), এসো আকাশযানে চড়ি (কালান্তর)এলিসার মঙ্গল অভিযান(শিশু কানন) কিরকিসিয়ার যুদ্ধ( সরলরেখা) রোবটশিশুর পিতামাতা (অনুপ্রাণন),রোবটদের গল্প(অনুপ্রাণন) এবং সাইবার যুদ্ধের পাগলা ঘোড়া (অনুপ্রাণন), সায়েন্স ফিকশন জোকস( ছোটদের সময় প্রকাশনী )এবং মৌমির মঙ্গলজগত্ (আনন প্রকাশন) উল্লেখযোগ্য ।এছাড়াও তাঁর সম্পাদনায় আরও একাধিক গ্রন্হ প্রকাশিত হয়েছে ।
আনজীর লিটন: জন্ম: ১৭ জুন, ১৯৬৫, মযমনসিংহ। শিশুসাহিত্যিক ও ছড়াকার। আশির দশকের শুরুতে তাঁর লেখার হাতেখড়ি। ‘বিড়ালটি সিমকার্ড খেয়ে ফেলেছে’ ছড়াগ্রনন্থের জন্য অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার ও ‘গুড বয় ব্যাড বয়’ ছড়াগ্রন্থের জন্য এম নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার লাভ করেন। বিভিন্ন সময়ে প্রকাশিত দশটি ছড়াগ্রন্থ নিয়ে প্রকাশিত হয়েছে ‘ছড়াসমগ্র-১। শিশুসাহিত্যে অবদানের জন্য ২০২০ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
জগলুল হায়দার: জন্ম; ৮ অক্টোবর, ১৯৬৫ খ্রি: পৈতৃক নিবাস জামালপুের। পিতার কর্মসূত্রে তাঁরা কিশোরগঞ্জ জেলার ভৈরবে স্থায়ীভাবে স্থিত। উল্লেখযোগ্য ছড়াগ্রন্থ: ‘বাংলার মুখ বাংলার মিথ’ ‘টুইন টাওয়ার রুইন টাওয়ার’ ‘রাজনীতি ভাঁজনীতি’ ‘আন্তনেটের ডটকম’ ইত্যাদি। ছড়া রচনায় উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ইতোমধ্যে তিনি বেশকিছু পদক ও সম্মাননা লাভ করেছেন। কিশোরগঞ্জ ছড়া উৎসব বাস্তবায়ন পর্ষদ এবং আঞ্চলিক ছড়া সম্মেলন বাস্তবায়ন পরিষদ এ ছড়াকারকে সুকুমার রায় সাহিত্য পদক ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পদকে ভূষিত করে।
মো: রফিকুল ইসলাম: জন্ম ৩১ ডিসেম্বর ১৯৬৫। গ্রাম-বরামা, উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর। অষ্টম শ্রেণি থেকেই লেখায় হাতেখড়ি। ছাত্রজীবনে বিভিন্ন জাতীয় দৈনিকে ছড়া, গল্প প্রকাশিত হয়। বর্তমানে লেখালেখিতে ছড়াই প্রধান অবলম্বন। অল্পবিস্তর কবিতাও লেখেন। এখনো কোন গ্রন্থ প্রকাশিত হয়নি। বর্তমানে ময়মনসিংহ শহরে স্থায়ীভাবে বসবাস এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহে বাংলা বিষয়ের অধ্যাপনায় নিয়োজিত। প্রকাশিত ছড়াগ্রন্থ: সোনামণিদের জন্যে ঈশপের গল্প-১।
নাজমা মমতাজ: জন্ম ১১মে, ১৯৬৭, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। কবি , প্রাবন্ধিক, ছড়াকার ও কথাশিল্পী। নাজমা মমতাজের লেখালেখির শুরু স্কুল জীবন থেকে। ১৯৯৭ সালের বাংলা একাডেমির তরুণ লেখক নাজমা মমতাজ পেশায় বাংলা ভাষা এবং সাহিত্যের সহকারী অধ্যাপক। সাহিত্যের সব মাধ্যমে তিনি লিখেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় লেখালেখি করলেও বই প্রকাশ তেমন হয়নি। প্রকাশিত গ্রন্থ ” গীতিকার জগৎ এবং জীবন “( প্রবন্ধ গ্রন্হ), ” দেশ দেশান্তর “( উপন্যাস), ঝরাপাতার গল্প(গল্পগ্রন্থ)।

ফয়সল শাহ্:জন্ম ১ জানুয়ারি, ১৯৬৮ হোসেনপুর, কিশোরগঞ্জ। কবি ও শিশুসাহিত্যিক ফয়সল শাহ্। তিনি সাহিত্যের বিভিন্ন শাখায় কাজ করলেও একজন ছড়াকার ও শিশুসাহিত্যিক হিসাবেও খ্যাতি অর্জন করেন। বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা শিশু-কিশোর উপযোগী গল্প, কবিতা ও ছড়া প্রকাশিত হয়। বিসিএস (প্রশাসন) ক্যাডারের যগ্মসচিব হিসাবে কর্মরত অবস্থায় কবি ও ছড়াকার ফয়সল শাহ্ ২১ অক্টোবর, ১৯১৮ খ্রি: পরলোক গমন করে। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১০টি।
বেলায়েত হোসেন: জন্ম ৪ এপ্রিল, ১৯৬৯, ধোবাউড়া, ময়মনসিংহ। ছড়া, কবিতা ও কথাসাহিত্যে কাজ করেন। প্রকাশিত কাব্যগ্রন্থ: জলে জলে জলোচ্ছ¡াস।
চয়ন বিকাশ ভদ্র: জন্ম ৩১ ডিসেম্বর ১৯৬৯, ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। মূলত ছড়াকার। লিখেন কবিতাও। বিভিন্ন জাতীয় পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয় তার ছড়া। এছাড়াও বিভিন্ন দৈনিক পত্রিকায় উদ্ভিদ নিয়ে প্রচুর ফটো-ফিচার লিখে যাচ্ছেন। তাঁর প্রকাশিত ছড়াগ্রন্থ সমূহ: (১) ‘চাঁদের বুড়ি ও অন্যান্য ছড়া’ (২) ফিরছে ছোটন বাড়ি’ (৩) ‘ছড়িয়ে দিলাম ছড়া;‘ (৪) আকাশ যদি বই হতো’ প্রর্ভতি।
ওবায়দুল গনি চন্দন: জন্ম ৩০ আগস্ট, ১৯৭০, নান্দাইল, ময়মনসিংহ। শিশুসাহিত্যিক ও সাংবাদিক। প্রকাশিত ছড়াগ্রন্থ: হেঁইও, হুইটি টুইটি, , সুতরাং ভ‚তরাং, কান নিয়েছে চিলে, থলের বেড়াল ইত্যাদি। শিুসাহিত্যে ২০০০ এবং ২০০১৩ সালে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন। ১৬ আগস্ট, ২০১৪ সালে তিনি মৃত্যুবরণ করেন।
তোফায়েল তফাজ্জল: জন্ম ৯ নভেম্বর, ১৯৭০ খ্রি: ভালুকা, ময়মনসিংহ। নব্বইয়ের দশকের গোড়া থেকেই জাতীয় পত্রিকায় তাঁর কবিতা টানা প্রকাশিত হয়ে আসছে। ছড়াসাহিত্যেও তার প্রবল উপস্থিতি। জাতীয় পত্রিকা ও ওপার বাংলায় প্রকাশিত হয় তার ছড়া।
খোকন রায়: জন্ম- ৩০ নভেম্বর, ১৯৭০, গ্রাম- সাহাপুর, ফুলপুর, ময়মনসিংহ। পিতা: অবিনাশ রায়, মাতা: স্বর্গীয় সন্ধ্যা রায়। কবি, ছড়াকার, কথাশিল্পী, গীতিকার ও সঙ্গীত শিল্পী। প্রকাশিত গ্রন্থ: অবসরে তুমি ( কাব্য গ্রন্থ), এই নয়নে শুধু তুমি ( কাব্য গ্রন্থ ) প্রিয় ছায়ার নিচে (উপন্যাস), নদী নিরবধি (গল্প),ভন্ড পীরের কাÐ ( শিশু সাহিত্য)।
মহিবুর রহিম: জন্ম: ১৫ জানুয়ারি, ১৯৭৩, কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ছাতিরচর গ্রামে। কবি ও ছড়াকার মহিবুর রহিম। তাঁর প্রকাশিত কোনো ছড়ার বই না থাকলেও সা¤প্রতিক সময়ে তিনি কিশোর কবিতা ও ছন্দোময় বেশকিছু ছড়া লিখে ছড়াকার হিসেবে নিজের অবস্থান তৈরী করেছেন। মহিবুর রহিম একজন নিবেদিত গবেষক হিসেবেও বেশকিছু ভালো কাজের উদাহরণ সৃষ্টি করেছেন। ২০১৪ সালে কিশোরগঞ্জ ছড়াকার সংসদ আয়োজিত আঞ্চলিক ছড়া সম্মেলন উপলক্ষে এই লেখক আনুষ্ঠানিকভাবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পদক ও বিশেষ সম্মাননায় ভূষিত হন।

মোস্তাফিজুল হক: জন্ম, ৩০ ডিসেম্বর, ১৯৭৪ খ্রিষ্টাব্দ, শেরপুর। ছড়াকার, কবি, গীতিকার ও শিশুসাহিত্যিক এবং অনুবাদ । প্রকাশিত গ্রন্থ: সংখ্যা ১৬টি। তাঁর উল্লেখযোগ্য ছড়া ও কিশোর কবিতা গ্রন্থ: ‘ইচ্ছে ডানার পাখি ‘, ‘মধুমতির তীরে’, ‘পরির মেয়ে’, ‘সহজভাবে ছোটদের বাংলা ছড়া ও রাইমস ‘, ‘মেঘ নিয়ে যা শঙ্খচিল’ অনূদিত গল্পগ্রন্থ: ‘সহজভাবে ছোটদের বিদেশি মজার গল্প ‘, ‘ছয় দেশের ছয় রূপকথা’। সম্পাদিত গল্পগ্রন্থ: ‘তিন রসিকের হাসির মেলা’, ‘জ্ঞানের আলো।
কাশীনাথ মজুমদার পিংকু: জন্ম: ২৮ ডিসেম্বর ১৯৭৫, এলেঙ্গা, কালিহাতী, টাঙ্গাইল। কবি, ছড়াকার ও কথাশিল্পী। প্রকাশিত শিশুতোষ ছড়াগ্রন্থ: ১. চাঁদ মামি ( ছড়া) ,২. ঝাল টক মিষ্টি ( ছড়া) , ৩. আহ কি মজা বাহ কি মজা ( ছড়া), শিশুতোষ গল্পগ্রন্থ: ১. রাখাল রাজার গল্প ( ছড়া) , ২. বীর বীচ্ছুর গল্প ( গল্প) ,৩. পেটুক গোঁসাইয়ের গল্প ( গল্প) ইত্যাদি।

আবেদীন জনী: জন্ম ৭ জানুয়ারি ১৯৭৯, মির্জাপুর, টাঙ্গাইল। বিশিষ্ট ছড়াকার ও শিশুসাহিত্যিক। নব্বইয়ের দশক থেকে তাঁর লেখালেখি শুরু। লিখছেন ছড়া- কবিতা- গল্প। প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ: ছড়ার মেলা রঙের খেলা(সম্পাদিত শিশুতোষ ছড়াগ্রন্থ), রায়ানের ঘুড়ি ও বানরবন্ধু (শিশু-কিশোর গল্পগ্রন্থ), মায়ের গল্প (শিশুতোষ গল্পগ্রন্থ), শিয়ালপরি (শিশুতোষ গল্পগ্রন্থ), ছন্দে ছড়ায় নীতিকথা (শিশুতোষ ছড়াগ্রন্থ), ছড়ার বাড়ি ছন্দপুর (শিশুতোষ ছড়াগ্রন্থ) ।
সঞ্জয় সরকার: জন্ম ১৭ এপ্রিল, ১৯৭৯, খালিয়াজুড়ি, নেত্রকোনায়। ছড়াকার, প্রাবন্ধিক ও লোকগবেষক। ছড়ায় নিষ্ঠাবান এবং সম্ভাবনাময়। প্রাঞ্জল ছড়ায় সিদ্ধহস্ত। নিয়মিত বিভিন্ন দৈনিকে প্রকাশিত হচ্ছে ছড়া। তার প্রকাশিত ছড়াগন্থ ‘জানতো কে আর তুই যে হবি সোনমুখি সুই’ এবং ‘ফাগুন দিনের আগুন ছড়া’।
চলবে…

#সফিউল্লাহ_আনসারী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button