বিভাগীয় খবরময়মনসিংহ

ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভর্তুকি মূল্যে ভ্রাম্যমাণ বাজার

স্বস্তিতে ক্রেতা সাধারণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

রমজানে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে বাজার চালু করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বাজার দর থেকে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন।
রমজানের চতুর্থ দিন থেকে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বসানো হয় ওই বাজার। এই বাজারে অন্যান্য বাজারের চেয়ে কম দামে পণ্য বিক্রি করা হচ্ছে। ফলে নিম্ন আয়ের মানুষ সহজেই তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন। এই বাজারে শত শত মানুষ ভিড় করছেন।
বাজার দেখা যায়, ৭৫০ টাকার গরুর মাংস ভর্তুকি মূল্যে ৬০০ টাকায়, ৪৫ টাকা মূল্যের শসা ৩৫ টাকায়, ৪৫ টাকার ডিম ৩৮ টাকায়, ৬০ টাকার লেবু ৪০ টাকায়, প্রতি লিটার দুধ ১১০ টাকার স্থলে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
সুলভ মূল্যের বাজারের পণ্য কিনতে আসা ক্রেতা জয়নাল আবেদীন বলেন, বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তাতে এই সুলভ মূল্যের বাজারটি নিম্ন আয়ের মানুষসহ সকলের জন্য আশীর্বাদ স্বরূপ। বাজার থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পেরে ভালো লেগেছে। তবে বাজারে আরও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ব্যবস্থা করলে আরও ভালো হতো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সাধারণ মানুষের চাহিদা বাড়লে বাজারের পরিধি বাড়ানো হবে। কৃষি পণ্য গুলো সরাসরি কৃষকের কাছ থেকে নিয়ে আসা হয়েছে। তবে মাংস ও ডিম ভর্তুকি মূল্যে বিক্রি হচ্ছে, যা নিয়মিত করা সম্ভব নয়। সপ্তাহে দুদিন চলবে এই বাজার।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button