ত্রিশালে শহীদ জিয়া রৌপ্যকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ত্রিশালে শহীদ জিয়া রৌপ্যকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলায় শহীদ জিয়া রৌপ্যকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২০২৫’র ফাইনাল খেলা ২২ ফেব্রুয়ারী বিকাল ৩.০ ঘটিকায় ধলা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ড. মাহবুবুর রহমান লিটনের প্রধান অতিথ্যে খেলায় আর.এস স্পোর্টিং ক্লাব ধীতপুর ভালুকা মোকাবেলা করে ত্রিশাল নবদূত ক্রিয়াচক্রের।সহস্র ক্রীড়ামোদী দর্শক ও ফুটবলপ্রেমীদের চাঞ্চল্যে ভরপুর খেলাটিতে আর.এস স্পোর্টিং ক্লাব ধীতপুর ভালুকা ৩-১ গোলে ত্রিশাল নবদূত ক্রিয়াচক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে।খেলা শেষে প্রধান অতিথি ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক,বিজয়ী দলের ম্যানেজার মোঃ রাকিব শেখ,সিজার মীর ও অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে গোটা এলাকা উৎসবমুখর হয়ে উঠেছিল।