ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে শঙ্খ নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের ব্যবহৃত ৩০০ মিটার পাইপ জব্দ করা হয়। অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনকারীরা ড্রেজার নিয়ে নদী পথে পালিয়ে যায়।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে জুঁইদন্ডী ইউনিয়নের ২ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ ইদ্রিছ, ইউপি সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা।
সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন বলেন, অবৈধ ভাবে শঙ্খ নদী থেকে বালু উত্তোলনের দায়ে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং জড়িতদের নামে মামলা করা হয়। পরে তাদের অর্থদণ্ড করা হবে।
সম্পাদক ও প্রকাশক : সফিউল্লাহ আনসারী
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | ভালুকা টিভি